কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

  ১৮ অক্টোবর, ২০২৪

কালীগঞ্জে মাদক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার 

ছবি: প্রতিদিনের সংবাদ

গাজীপুরের কালীগঞ্জে মামলার ভিত্তিতে কামাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের মানিকপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কামাল হোসেন উপজেলার তুমিলিয়া ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল বাছির উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ৪টি মামলা রয়েছে।

ওসি মো. আলাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার মানিকপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় পুলিশ কামালের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। কামালের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় আগের ৪টি মাদক মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে নতুন আরো একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুরের কালীগঞ্জ,মামলার ভিত্তি,গ্রেপ্তার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close